দেশের ৯ স্থানে তৈরি হচ্ছে ড্রেজিং স্টেশন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

3 months ago 22

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, দেশের ৯ স্থানে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে। নদী ভাঙন ও পলিমাটি অপসারণে নিয়মিত নদী খনন করা হবে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে বন্যাকবলিত সিলেট নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের টুকেরবাজার এলাকার শাদীখাল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট নগরীকে আগাম বন্যার কবল থেকে রক্ষায় সুরমা নদী ড্রেজিং করা হবে। নদীতে পলিমাটি থাকায় আগেও ড্রেজিং কাজ ব্যহত হয়েছিল। উজান থেকে আসা ঢলের সঙ্গে বিভিন্ন পলিমাটিও আসে। সে পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জের মিটামইন সড়ক দিয়ে পানি পারাপারে উদ্যোগ নিয়েছে সরকার। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এসময় সিলেট সিটি কপরোশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ সিলেট জেলা প্রশাসন, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আহমেদ জামিল/এএইচ/জিকেএস

Read Entire Article