দেড় কোটি প্রবাসীর ভোটের অধিকারই হবে সরকারের সফলতা

1 month ago 16

দেড় কোটি প্রবাসীর ভোটের অধিকারই সরকারের সফলতা হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার।

রোববার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মাহিন বলেন, বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যে দেড় কোটি প্রবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রক্রিয়াগত জটিলতা আর তথ্যের ঘাটতি থাকায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আইনি ব্যবস্থা থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না। বিশাল এই নাগরিকদের জন্য কার্যকরী ব্যবস্থা আনার উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারকেও জানানো হয়েছে। মনে রাখতে হবে, দেড় কোটি প্রবাসীর ভোটের অধিকারই হবে সরকারের সফলতা।

এই সমন্বয়ক বলেন, প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো এবং তাদের ক্ষেত্রে যত সমস্যা রয়েছে অন্তর্বর্তী সরকারকে তার সমাধান করতে হবে। আমাদের পক্ষ থেকেও সরকারের কাছে আবেদন থাকবে এটা। এরই মধ্যে আমরা প্রবাসীদের কী ধরনের সমস্যা রয়েছে এবং দেশের বাইরের সমস্যা নিয়েও কথা বলেছি।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য ড. মোহাম্মদ জাহাঙ্গির আলম বলেন, বিশ্বের ৪১টি দেশে প্রবাসীদের ভোটাধিকারের অধিকার রয়েছে। আমাদের দেশেও সেটা করার সক্ষমতা রয়েছে। আমরা চাই বিশ্বের ৪২তম দেশ হোক বাংলাদেশ। আশা করি এটা দ্রুতই বাস্তবায়ন হবে।

প্রবাসী ব্যবসায়ী মাহবুব আলম বলেন, বিএমইটি থেকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে প্রতিটি নাগরিকের কাছ থেকে ২৩০ টাকা করে ফি নেওয়া হয়েছে, যেটা আগে ফ্রি ছিল। এর মাধ্যমে ৬০ লাখ মানুষের কাছ থেকে বিগত আওয়ামী লীগ সরকারের দুই বছরে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা লোপাট হয়েছে। এর আগে যেখানে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকায় একজন প্রবাসে যেতে পেরেছেন, সেটা এখন ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা করা হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে এটা করা হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ন কবির বলেন, এনআইডি নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই। ৩ লাখ ৭৮ হাজার এনআইডির অভিযোগ নিষ্পত্তি করা হয়নি। সবকিছু ঠিক থাকলে আগামী তিন মাসের মধ্যেই এ সমস্যা সমাধান হবে। আমরা খসড়া ভোটার তালিকা নিয়ে কাজ করছি। আশা করছি শিগগির খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

শামসুল আলম লিটনের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মালয়েশিয়া চেম্বারের পরিচালক মাহবুব আলমসহ অন্যরা বক্তব্য রাখেন।

ইএআর/ইএ/জিকেএস

Read Entire Article