দেড় ঘণ্টা পর ছাড়ল পারাবত ট্রেন

1 month ago 32
মৌলভীবাজারের কুলাউড়ায় ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের একটি কোচে সমস্যা দেখা দেওয়ায় নির্ধারিত সময় থেকে প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হওয়ায় পুনরায় ট্রেন চলাচল চালু হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার মো. রোমান আহমদ। তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের একটি কোচে সমস্যা দেখা দেয়। পরে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এটি সচল হলে পুনরায় সিলেট-ঢাকার ট্রেন চলাচল চালু হয়।
Read Entire Article