দেড় ঘণ্টা পর দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

2 months ago 32

ইঞ্জিন বিকলের দেড় ঘণ্টা পর ময়মনসিংহ-দেওয়ানগঞ্জে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন বিদ্যাগঞ্জ স্টেশনে প্রবেশের আগে (বিদ্যাগঞ্জ বাজার) ইঞ্জিন বিকল হয়।

বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মোস্তফা মিয়া জাগো নিউজকে বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন বিদ্যাগঞ্জ স্টেশনে প্রবেশের আগে ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে। এতে দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে জামালপুরগামী অগ্নিবিণা ট্রেন বিদ্যাগঞ্জ স্টেশনে পৌঁছালে পৌনে ৫টার দিকে অগ্নিবিণা ট্রেনের ইঞ্জিন দিয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিদ্যাগঞ্জ স্টেশনে নিয়ে আসে। এতে ৪৫ মিনিট বিলম্বে অগ্নিবিণা ট্রেন ছেড়ে যায়।

তিনি আরও বলেন, কমিউটার ট্রেন ঢাকার উদ্দেশ্যে নেওয়ার জন্য বিকেল ৫টার দিকে ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন বিদ্যাগঞ্জ স্টেশনে পৌঁছায়। পরে বিকেল সোয়া ৫টার দিকে কমিউটার ট্রেন স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

মঞ্জুরুল ইসলাম/জেডএইচ/এএসএম

Read Entire Article