দেড় যুগ পর দেখা হতেই ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিলো মোহামেডান

2 hours ago 9

পঞ্চাশ-ষাটের দশকের দুই তীব্র প্রতিদ্বন্দ্বী মোহামেডান ও ঢাকা ওয়ান্ডার্সের দ্বৈরথ আর নেই। ওয়ান্ডারার্স ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে খেলে না বলে দেখাও হয়নি দুই দলের। অবশেষ ওয়ান্ডারার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করায় আবারও ঘরোয়া ফুটবলে দেখা যাবে দুই দলের লড়াই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই দেখা হয়ে গেল পুরোনো দুই প্রতিদ্বন্দ্বীর। ২০০৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল। গোলশূন্য থাকা ওই ম্যাচের পর তাদের দেখা দেড় যুগ পর।

শুক্রবার গাজীপুরে মোহামেডান অর্ধডজন গোলে হারিয়ে দিয়েছে ঢাকা ওয়ান্ডারার্সকে।

দেশের প্রথম হ্যাটট্রিক লিগ চ্যাম্পিয়ন ওয়ান্ডারার্স প্রথম নাম লিখিয়েছে পেশাদার ফুটবল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। অভিষেক ম্যাচেই তীক্ত অভিজ্ঞতা হলো দলটির।

৬-০ ব্যবধানের বড় হয়ে মোহামেডানের জোড়া গোল করেছেন অধিনায়ক সোলেমান দিয়াবাতে। এমানুয়েল সানডে, রাকিব, আর্নেস্ট বোয়েটিং ও সৌরভ দেওয়ান।

পঞ্চম মিনিটেই এমানুয়েল সানডের গোলে এগিয়ে যায় মোহামেডান। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাকিব। সোলেমান দিয়াবাতে গোল করেছেন ২৪ ও ৮৯ মিনিটে। আর্নেস্ট বোয়োটিংয়ের গোল ৮০ মিনিটে।

চ্যালেঞ্জ কাপের রানার্সআপ মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার লিগে উড়ন্ত যাত্রা করলো গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে।

আরআই/এমএইচ/এমএস

Read Entire Article