‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম : বাংলাফ্যাক্ট

2 weeks ago 16
‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের ফেসবুক পেজটি গুজব তৈরির প্ল্যাটফর্ম। এই পেজ থেকে বিভিন্ন সময়ে গুজব ছড়োনো হচ্ছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।   বাংলাফ্যাক্টের তথ্যমতে, ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি নানা ইস্যুতে নিয়মিত ফটোকার্ড ও ভিডিও প্রকাশ করা হচ্ছে। প্রথম দেখায় পেজটি মূলধারার কোনো সংবাদমাধ্যম বলে মনে হলেও, এ নামে কোনো নিবন্ধিত পত্রিকা নেই। সাম্প্রতিক কিছু পোস্ট পর্যালোচনা করে অন্তত তিনটিতে ভুয়া তথ্য ও গুজব পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে বাংলাফ্যাক্ট।  বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিমের তথ্য অনুযায়ী, বর্তমানে পেজটিতে প্রায় ৩৫ হাজার ফলোয়ার রয়েছে। ট্রান্সপারেন্সি সেকশন পর্যালোচনায় দেখা যায়, পেজটি ২০২৫ সালের ১৮ এপ্রিল চালু করা হয় এবং এটি তিনজন অ্যাডমিন পরিচালনা করছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশে অবস্থান করছেন, আর বাকি দুইজন নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র থেকে পেজটি পরিচালনা করছেন। এ ছাড়া একই নামে আরেকটি বাংলা ফেসবুক পেজেরও খোঁজ পাওয়া গেছে, যা চালু হয়েছে চলতি বছরের ৯ আগস্ট।  ডোমেইন তথ্য যাচাই করে জানা গেছে, পেজটির সঙ্গে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি ২০২৫ সালের ৩১ জুলাই নিবন্ধিত হয়েছে। গত মাসেই এটি চালু করা হয়।  বাংলাফ্যাক্ট জানিয়েছে, তথ্য ও উপাত্তের ভিত্তিতে স্পষ্ট যে ‘দৈনিক আজকের কণ্ঠ’ কোনো পত্রিকা নয়, এটি পত্রিকার নামের আড়ালে গুজব ছড়ানোর একটি প্ল্যাটফর্ম। বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় বাংলাফ্যাক্ট সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানানো হয়েছে। 
Read Entire Article