দোকানে বিয়ের কথা নিয়ে তর্ক, সংঘর্ষে জড়ালো গ্রামের দুই পক্ষ

2 weeks ago 18

ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের কথা নিয়ে তর্কের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বুধবার(২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রিয়াজ মাতুব্বর (৫৫), একলাছ মাতুব্বর (৩৭), সাইদুল মোল্লা (৩৮) চম্পা বেগম (৩০), দলা মাতুব্বর (২৫) ও কাওছার মাতুব্বরকে (৫২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মুনসুরাবাদ গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাবর আলী মাতুব্বর ও আলম মোল্লার গ্রুপের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুনসুরাবাদ বাজারে মাওলানা জাহিদ তার মাহফিল উপলক্ষে ৮০০ লোকের খাওয়ার আয়োজন করেন এবং বাজার-সদাই করেন। এত লোকের আয়োজন দেখে তার চাচাতো ভাই রাসেল মোল্লা চায়ের দোকানে বসে বলেন, আমার চাচাতো ভাই জাহিদ আগে তিনটি বিয়ে করেছে। সে যে পরিমাণ টাকা খরচ করে তাতে তার আরেকটি বিয়ে করা উচিত।

এ নিয়ে জাহিদের সঙ্গে রাসেল মোল্লার কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে বুধবার সকালে মুনসুরাবাদ গ্রামবাসী দুই দলে ভাগ হয়ে বাবর আলী মাতুব্বর ও আলম মোল্লার পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মোকলেসুর রহমান জাগো নিউজকে বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে ছোটখাটো সংঘর্ষ হয়েছে। দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

Read Entire Article