দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা চেয়ে রিট

4 months ago 57

বিমানের টিকিটের অজুহাতে ৩০ হাজার মালয়েশিয়াগামীর কাছ থেকে প্রায় ১৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগটি তদন্ত করে জড়িত প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ও বিপ্লব কুমার পোদ্দার।

রিটে জড়িত ও দায়ীদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে রুল জারির নির্দেশনাও চাওয়া হয়েছে। আইনজীবী নিজেই রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এফএইচ/এমএএইচ/এএসএম

Read Entire Article