দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও গণভোট পুনর্বহাল দাবি
সংবিধান সংস্কার কমিশনের বৈঠকে সংবিধানের পঞ্চদশ সংশোধন বাতিলের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধানটি বাতিল করে মৌলিক বিষয়ে জনগণের মতপ্রকাশের অধিকার খর্ব করা হয়েছে। পাশাপাশি গণভোটের বিধান পুনর্বহাল ও দ্বি-কক্ষবিশিষ্ট সংসদের দাবি জানানো হয়েছে। এ ছাড়া বিদ্যমান সংবিধানের ৭০ অনুচ্ছেদের কড়া সমালোচনা করা হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত অংশীজনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের বৈঠকে এসব বিষয় উঠে আসে। সকালের বৈঠকে অংশ নেন পেশাভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে সংবিধান সংস্কার কমিশন কীভাবে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করবে- তা নিয়েও প্রশ্ন তোলা হয়। তবে