দ্বিগুণ দামে কালোবাজারে লঞ্চের কেবিন, ‌কিছুই করার নেই বললেন বন্দরের উপপরিচালক

20 hours ago 7

ঢাকা থেকে বরিশালে আসার পর আবার ঢাকায় যাবেন খিলগাঁওয়ের বাসিন্দা অপু আলী। গত সোমবার জানতে পারেন পারাবত কোম্পানির দুটি লঞ্চ যাবে। কাউন্টারের নম্বরে কল করে ডাবল কেবিন চাইলে বলা হয়, ঘাটে আসেন। ঘাটে গিয়ে বুকিং কাউন্টারে গেলে জানানো হয়, টিকিট নেই। সেখান থেকে বের হয়ে নৌবন্দরের ঘাটে দাঁড়ানোর পরই একজন এসে জিজ্ঞাসা করেন, ‘টিকিট লাগবে? ডাবল নাকি সিঙ্গেল? ডাবল তিন হাজার এবং সিঙ্গেল এক হাজার ৫০০... বিস্তারিত

Read Entire Article