দ্বিতীয় টেস্টেও টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

2 months ago 6

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এককভাবে সিরিজ জিততে হলে এই ম্যাচের ফল বের করে আনতেই হবে দলগুলোকে।

সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কলম্বোর সিনহালেসি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। গল টেস্টের মতো এই ম্যাচেও টস জিতেছে বাংলাদেশ। আগের মতোই সিদ্ধান্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অর্থাৎ আগে ব্যাটিং নিয়েছেন তিনি।

এই স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। ওই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ১০ উইকেটে হেরেছিল আফগানিস্তান।

অন্যদিকে ১৭ বছর পর সিনহালেসি স্টেডিয়ামে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ১০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে টাইগাররা সর্বশেষ খেলেছিল ২০০৭ সালের জুনে। ওই ম্যাচে ইনিংস ও ২৩৪ রানের ব্যবধানে হেরেছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

উল্লেখ্য, সিনহালেসি স্টেডিয়ামে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।

এমএইচ/এমএস

Read Entire Article