দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

16 hours ago 5

দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস গড়েছেন মোহাম্মদ আমির। টি-টোয়েন্টি ফরম্যাটে ৪০০ উইকেটের দেখা পাওয়া নবম বোলার তিনি। পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে কেবল ওয়াহাব রিয়াজের ৪০০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে। 

ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দাপটের সঙ্গে নিয়মিত পারফরম্যান্স করে যাচ্ছেন আমির। চলমান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনিবাগো নাইট রাইডার্সের জার্সিতে খেলছেন তিনি। বৃহস্পতিবার অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে ফ্যাবিয়েন অ্যালেনের উইকেট নেওয়ার মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে নিজের ৪০০তম উইকেটের দেখা পান আমির। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল ওয়াহাব রিয়াজের (৪১৩)।

পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে আমিরের ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ হয়নি। দেশটির জার্সিতে ৬১ ইনিংসে ৭১ উইকেট শিকার তার। চারশ উইকেটের মাইলফলক স্পর্শ করতে আমিরের লেগেছে ৩৩৬ ইনিংস। টি-টোয়েন্টিতে দুবার ফাইফার ও ৮ বার ৪ উইকেট শিকার করেছেন তিনি। 

Read Entire Article