শক্তির দিক দিয়ে এগিয়ে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। দলে রয়েছে ইউক্রেনের একাধিক ফুটবলার। তারপরও এএফসি চ্যালেঞ্জ লিগে বাছাই পর্বে আবাহনী লিমিটেড চেয়েছিল লড়াই করে ম্যাচ জিততে। লড়াই ঠিকই অনেকটা সাধ্যমতো হয়েছে। তবে কিরগিজস্তানের স্কিলের কাছে শেষ পরযন্ত হার মানতে হয়েছে। আবাহনীকে দ্বিতীয়ার্ধে ২-০ গোলে হারিয়ে বাছাইপর্বের ম্যাচ জিতেছে মুরাস ইউনাইটেড। ৭০ নম্বর জার্সি জুমাসেভ একাই জোড়া গোল করেন।
মঙ্গলবার... বিস্তারিত