দ্বৈত নাগরিকত্বের অভিযোগ কাটিয়ে মনোনয়নের বৈধতা পেলেন মিন্টু
দিন মিন্টুর দ্বৈত নাগরিকত্ব নিয়ে আপত্তি জানান জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিম। আপত্তির জবাবে রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, আবদুল আউয়াল মিন্টুর আগে দ্বৈত নাগরিকত্ব ছিল। তবে ২০২৫ সালের ৯ ডিসেম্বর তিনি তা পরিত্যাগ করেছেন বলে হলফনামায় লিখেছেন। প্রমাণ হিসেবে মার্কিন দূতাবাসে নাগরিকত্ব বাতিলের আবেদন জমা দেওয়ার তথ্য দাখিল করেছেন তিনি। সংবিধানের সংশ্লিষ্ট ধারায় বলা আছে, বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করলে সেটি আর গণ্য হবে না। সে অনুযায়ী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।