দ্রাবিড়কে কোচ হিসেবে থেকে যেতে বুঝিয়েছিলেন রোহিত

3 months ago 53

খেলোয়াড় হিসেবে ছিলেন কিংবদন্তি। পরে কোচের দায়িত্ব নিয়েও সফল হয়েছেন রাহুল দ্রাবিড়। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ইতি ঘটছে তার এই দায়িত্বের। এরপর আর ভারতের হেড কোচের দায়িত্বে থাকছেন না দ্রাবিড়, এমনটি তিনি নিশ্চিত করেছেন বিশ্বকাপ শুরুর আগেই।

২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর ওয়ানডে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তুলেছিলেন ভারতকে। দুটিতেই অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। দুজনের রসায়নটাও বেশ। দ্রাবিড়কে নাকি কোচ হিসেবে থেকে যাওয়ার ব্যাপারে বুঝিয়েছিলেন রোহিতও।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, ‘আমি তাকে থেকে যাওয়ার জন্য অনেক বুঝিয়েছি। তবে এটাও বুঝেছি যে এখন অন্য কিছুর দিতে খেয়াল রাখতে হবে তার। আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কাটানো আমার সময়টাকে উপভোগ করেছি, আমি নিশ্চিত বাকি ছেলেরাও একই কথা বলবে।’

অধিনায়ক হিসেবে ভারতকে কোনো শিরোপা জেতাতে পারেননি দ্রাবিড়। পরে তার কোচিং ক্যারিয়ারেও কেবল দীর্ঘই হয়েছে ভারতের একটি শিরোপার অপেক্ষা। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর আর বড় কোনো শিরোপা নেই দলটির। দ্রাবিড়ও পারলেন না, কোচ হিসেবে তার শেষ বিশ্বকাপে কি ট্রফি দেওয়ার তাড়না আছে রোহিতদের?

ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা আসলে এটা নিয়ে খুব একটা ভাবিনি। কিন্তু আমার হিসাব হচ্ছে, আমরা অনেকটুকু পথ পাড়ি দিয়ে এসেছি। আমার যখন আয়ারল্যান্ডে অভিষেক হয়, তখন উনিই ছিলেন আমার প্রথম আন্তর্জাতিক অধিনায়ক। আমি যখন টেস্ট ম্যাচের জন্য দলে আসি, তাকে খুব কাছ থেকে খেলতে দেখেছি। উনি আমাদের সকলের জন্য একজন আদর্শ।’

‘আমরা জানি সে ব্যক্তিগতভাবে খেলোয়াড় হয়ে কী অর্জন করেছে আর গত কয়েক বছরে দলের জন্য কী করেছে। দলকে কঠিন পরিস্থিতি থেকে তুলে এনেছে। তাকে আমরা এটার জন্যই চিনি। তার পুরো ক্যারিয়ারজুড়েই দারুণ সংকল্পের পরিচয় দিয়েছে। কোচ হিসেবে যখন এখানে এসেছে, তার কাছ থেকে এই জিনিসটাই শিখতে চেয়েছি।কোথাও চ্যাম্পিয়ন হতে না পারলেও বড় সিরিজ ও টুর্নামেন্টগুলো জিতেছি।’

আইএইচএস/এএসএম

Read Entire Article