দ্রুত চার্জিং কি ফোনের ব্যাটারি ক্ষতি করে, যা বলছেন বিশেষজ্ঞরা

12 hours ago 8
দ্রুত চার্জিং বা ‘ফাস্ট চার্জিং’—এখনকার স্মার্টফোন জগতের অন্যতম জনপ্রিয় ফিচার। ব্যস্ত জীবনে হাতে সময় কম, তাই ফোনটা দ্রুত চার্জ হয়ে গেলে স্বস্তি মেলে। এই কারণেই এখন প্রায় সব বড় ব্র্যান্ডই তাদের চার্জিং প্রযুক্তিতে প্রতিযোগিতায় নেমেছে। কে কত দ্রুত ফোন চার্জ দিতে পারে, এ নিয়েই দৌড় চলছে। গত বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (MWC) শাওমি দেখিয়েছিল অবিশ্বাস্য এক প্রযুক্তি—মাত্র ৫ মিনিটে ৪৩০০ এমএএইচ ব্যাটারির ফোন ৩০০ ওয়াটে পুরোপুরি চার্জ! সংখ্যাটা শুনলেই মুগ্ধ হতে হয়। কিন্তু প্রশ্ন উঠছে, এত দ্রুত চার্জিং কি ফোনের ব্যাটারির জন্য নিরাপদ? এই নিয়েই বিশেষজ্ঞদের আলোচনা এখন প্রযুক্তি দুনিয়ার অন্যতম আলোচিত বিষয়। চার্জিংয়ের সময় কী ঘটে? বর্তমানে প্রায় সব স্মার্টফোনেই ব্যবহৃত হয় লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি। গঠনগত দিক থেকে দুই ধরনের ব্যাটারির রাসায়নিক প্রক্রিয়া এক হলেও কাজের ধরন একই। ব্যাটারিতে থাকে ধনাত্মক (অ্যানোড) ও ঋণাত্মক (ক্যাথোড) ইলেকট্রোড এবং তাদের মাঝে ইলেকট্রোলাইট। ফোন চালাতে যে শক্তি লাগে, তা তৈরি হয় যখন ঋণাত্মক দিকের লিথিয়াম আয়নগুলো ইলেকট্রোলাইট হয়ে ধনাত্মক দিকে যায়। ব্যাটারি ফাঁকা হলে এই প্রবাহ বন্ধ হয়ে যায়। তখন চার্জ দেওয়ার সময় বিপরীত প্রক্রিয়ায় সেই আয়নগুলো আবার ঋণাত্মক দিকে ফিরে আসে, এইভাবেই ব্যাটারির চার্জ-ডিসচার্জের চক্র চলে। তবে এই চার্জ নেওয়ার প্রক্রিয়া সরলরেখায় চলে না। ব্যাটারি একধরনের ‘স্পঞ্জ’-এর মতো আচরণ করে। অর্থাৎ, খালি অবস্থায় দ্রুত শক্তি শোষণ করে, কিন্তু পূর্ণ হতে থাকলে ধীরে ধীরে সেই গতি কমে আসে। তাই শুরুতে চার্জ দ্রুত হয়, শেষের দিকে সময় নেয় বেশি। এ কারণেই ফোনে প্রথম ৫০-৬০ শতাংশ চার্জ তাড়াতাড়ি হলেও, শেষের ২০ শতাংশ তুলনামূলক ধীরে হয়। সময়ের সঙ্গে ব্যাটারির ক্ষয় দ্রুত চার্জিং হোক বা ধীরে, সব ব্যাটারিই সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে। কারণ, প্রতিবার চার্জ ও ডিসচার্জের সময় লিথিয়াম আয়নের প্রবাহ থেকে তাপ উৎপন্ন হয়, আর এই তাপই ব্যাটারির রাসায়নিক ভারসাম্য নষ্ট করে দেয় ধীরে ধীরে। বিশেষজ্ঞরা বলেন, ব্যাটারি যখন প্রায় পূর্ণ থাকে তখনই সবচেয়ে বেশি তাপ উৎপন্ন হয়। তাই খুব বেশি চার্জ থাকা অবস্থায় ফোন চার্জে লাগালে ক্ষতি হয় আরও বেশি। তা ছাড়া ফোন চার্জ দেওয়ার সময় অতিরিক্ত গরম হলে সেটি ব্যাটারির আয়ু কমিয়ে দেয়। তাহলে দ্রুত চার্জিং কি ক্ষতিকর? বিশেষজ্ঞদের ভাষায়, সংক্ষেপে বললে, না। কিন্তু শর্ত আছে। মানসম্মত চার্জার ও মূল কোম্পানির প্রযুক্তি ব্যবহৃত হলে দ্রুত চার্জিং তেমন ক্ষতি করে না। কারণ, এখনকার স্মার্টফোনগুলোতে ব্যাটারি সুরক্ষার জন্য আলাদা চিপ ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। তবে অরিজিনাল চার্জার ছাড়া অন্য কোনো ‘ফাস্ট চার্জার’ ব্যবহার করলে ব্যাটারি দ্রুত ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ, দ্রুত চার্জিং নিজে বিপজ্জনক নয়, কিন্তু ভুল চার্জিং অভ্যাসই ফোনের ব্যাটারির বড় শত্রু। ব্যাটারি ভালো রাখার সহজ কিছু নিয়ম ১. ফোনের চার্জ ২০% এর নিচে নামলে চার্জে দিন ২. একদম ১০০% না হলেও চলবে, ৮০-৯০% পর্যন্ত যথেষ্ট ৩.  অতিরিক্ত গরম অবস্থায় ফোন চার্জে দেবেন না ৪. সবসময় মূল কোম্পানির চার্জার ব্যবহার করুন শেষ কথা দ্রুত চার্জিং আমাদের সময় বাঁচায় ঠিকই, কিন্তু ব্যাটারির আয়ু বাড়াতে হলে একটু সচেতনতা জরুরি। প্রযুক্তি যত আধুনিকই হোক, সঠিক ব্যবহারই ফোনের দীর্ঘজীবনের মূল চাবিকাঠি। সূত্র : পিসিওয়ার্ল্ড
Read Entire Article