দ্রুত সেরে উঠুক আশিক রহমান, কামনা রাষ্ট্রদূত মুশফিকের 

4 hours ago 3

ক্ষমতাচ্যুত বিগত আওয়ামী সরকারের অকথ্য নির্যাতনের শিকার আশিক রহমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

হাসপাতালে চিকিৎসাধীন আশিক রহমানের শয্যাপাশে বসা নিজের একটা ছবি তার ফেসবুক ওয়ালে শেয়ার করে আশিকের এ সুস্থতা কামনা করেছেন।

সেখানে ক্যাপশন লিখছেন, ‘মফিজুর রহমান আশিক জীবনকে তুচ্ছ করে হাসিনা সরকারের বিরুদ্ধে নিজেকে সঁপে দিয়েছিল। দুই দফা গুমের শিকার হয়ে আল্লাহর অশেষ রহমতে প্রাণে বেঁচেছে। কেবল আমাকেই নয়, অনেক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও মিডিয়াকে তথ‍্য দিয়ে সহযোগিতা করেছেন ইংরেজি সাহিত্যে পড়ুয়া সাবেক এ ছাত্রনেতা। ঢাকায় পুলিশের পাতানো জঙ্গিদমনের ছবি তুলে তা প্রচার করার দায়ে সইতে হয়েছে অকথ্য নির্যাতন। এসব নির্যাতনের যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে তাকে। দ্রুত সেরে উঠুক।’

Read Entire Article