কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলার তীব্র ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ চরগোরকমণ্ডল এলাকার ধরলা নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধরলার ভাঙনের শিকার ৫০টি পরিবারসহ ওই এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে আব্দুস ছালাম, জাফর আহমেদ, শাকিল আহমেদসহ অনেকেই বক্তব্য দেন। বক্তারা বলেন, গত দেড় মাসে কমপক্ষে অর্ধশতাধিক পরিবার ভাঙনের শিকার হয়েছে। কোনোক্রমেই নদীভাঙন ঠেকানো যাচ্ছে না। চোখের সামনে শত শত বিঘা আবাদি জমি গিলে খাচ্ছে আগ্রাসী ধরলা নদী। ধরলার তীব্র ভাঙন রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান তারা।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান কালবেলাকে জানান, ভাঙন প্রতিরোধে চরগোরকমণ্ডল এলাকায় ৬ হাজার জিওব্যাগ ফেলার কাজ শেষের দিকে। সেখানে আরও একটি প্যাকেজ বরাদ্দ দেওয়ার প্রস্তুতি চলছে।