ধর্মভিত্তিক রাজনীতি চাই না, এমন বক্তব্য দিইনি: আসিফ নজরুল

1 month ago 15

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল’ শিরোনামে প্রচারিত সংবাদটি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

তার দাবি, এমন কোনো শব্দ তিনি আজ কোনো অনুষ্ঠানে উচ্চারণই করেননি। এ ধরনের শিরোনাম দিয়ে সংবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযাগ করেছেন তিনি।

সোমবার (২৬ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ৪৯ সেকেন্ডের ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভিডিওতে ড. আসিফ নজরুল বলেন, ‘কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজের ভিডিও ক্লিপ পাঠালেন। এটিএন বাংলা নিউজের। সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে—ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল।’

তিনি বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না, এটা নিয়ে আজ কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এ শব্দটা কোনো সভাতেই আমি উচ্চারণই করিনি। আপনারা কোথা থেকে এসব টাইটাল বানান, এগুলো তো মানুষকে বিভ্রান্ত করে।’

‘আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা বুঝে না বুঝে যেকোনো কারণে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। আমি এ ধরনের কোনো কথা বলিনি। আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করছি ঠিক করে নেবেন।’

এএএইচ/এমএএইচ/এএসএম

Read Entire Article