ধর্মীয় শিক্ষক নিয়ে যা বললেন অভিনেত্রী দীপা খন্দকার

2 hours ago 5

দেশের প্রাথমিক শিক্ষায় সংগীত, শারীরিক শিক্ষা ও চারুকলার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ উদ্যোগ নিয়ে বিতর্ক থামছেই না। ইসলামি দলগুলোর অভিযোগ, প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগ ইসলামবিরোধী সিদ্ধান্ত। রাজধানীতে বিক্ষোভ মিছিল করে তারা এর প্রতিবাদ জানিয়েছেন।

এর পক্ষে বিপক্ষে অনেকেই সরব হয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তিনি নিজের ফেসবুক ওয়ালে একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘গানের শিক্ষক নয়, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ চাই। সকলে আওয়াজ তুলুন।’

পোস্টে তিনি যোগ করেন, ‘গানের শিক্ষকও থাকবে, ধর্মীয় শিক্ষকও থাকবে। এটাই আমার আওয়াজ।’ এরপর নেটিজেনদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে তাদের মতামতও জানতে চেয়েছেন তিনি।

অভিনেত্রীর পোস্ট ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। অনেক নেটিজেন সমর্থন জানিয়ে লিখেছেন, ‘‘তাইতো হওয়া উচিত।’ কেউ কেউ লিখেছেন, ‘দুটোই থাকা দরকার।’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘গান হারাম নাকি? ধর্ম যেমন মনের প্রশান্তি দেয়, তেমনি গানও মনকে শান্তি দেয়। দুইটা পাশাপাশি থাকা উচিত।’ কেউ বলছেন, ‘গানের শিক্ষক দরকার নেই।’

দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় দীপা খন্দকার। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী অসংখ্য নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। তার অভিনীত ‘রিতু কাহিনী’ সিনেমাটি ইতোমধ্যে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চলতি বছরই এটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এলআইএ/জেআইএম

Read Entire Article