ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার

9 hours ago 2

ধর্ষণ ও হত্যার সন্দেহে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ বছর বয়সী এক কিশোরীর ‘অব্যাখ্যাতীত’ মৃত্যুর পর তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু এখনো হত্যার মোটিভের কোনো কূলকিনারা করতে পারেনি।

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মেয়েটির মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি তদন্ত দল। কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্কাই নিউজের এক প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, স্থানীয় সময় গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে হাডার্সফিল্ডের শীপরিজ রোডের একটি ফ্ল্যাটে কিশোরীর সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে কল করে। খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। 

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। অপরদিকে ১৬ বছর বয়সী ওই কিশোরকে এখনো হেফাজতে রাখা হয়েছে। তবে তার গ্রেপ্তারের স্থান-সময় বা অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয়নি। 

গোয়েন্দা প্রধান পরিদর্শক স্টেসি অ্যাটকিনসন বলেন, ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর পর আমরা বেশ কয়েকটি দল তদন্ত চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যু কীভাবে হয়েছে তা নির্ধারণ করা যায়নি। আমরা এই মুহূর্তে তার মৃত্যুকে ব্যাখ্যাতীত হিসেবে বিবেচনা করছি। আরও তদন্তের প্রয়োজন। এই তদন্ত জটিল এবং সম্ভবত দীর্ঘ হতে পারে। কারণ আমরা মেয়েটির মৃত্যুর পরিস্থিতি সম্পূর্ণরূপে বোঝার জন্য কাজ করছি। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা এই সময়ে তার পরিবারকে সহায়তা করছেন।

জানা গেছে, কার্কলিজ জেলার অন্য কোথাও একটি পৃথক ঘটনায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়। পুলিশ ওই ঘটনার সঙ্গে এর কোনো যোগসাজশ আছে কি না তাও খতিয়ে দেখছে। 

Read Entire Article