ধর্ষণের অধিকাংশ ঘটনা ঘটছে রাজনৈতিক ছত্রছায়ায়: শিবির সভাপতি

2 months ago 8

অধিকাংশ ধর্ষণের ঘটনা রাজনৈতিক দলের ছত্রছায়ায় ঘটছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শিবিরের কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, ধর্ষণের মতো ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। ৮ বছরের শিশু আছিয়া, গণঅভ্যুত্থানের শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ও গতকাল এক হিন্দু নারী ছাড়াও সারাদেশে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, পরীক্ষার্থী, গৃহবধূ, গৃহকর্মীসহ অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটছে।

আরও পড়ুন

শিবির সভাপতি বলেন, ধর্ষণের অধিকাংশ ঘটনা ঘটছে রাজনৈতিক দলের ছত্রছায়ায়। পাশাপাশি ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে। শিক্ষার্থীদের ওপর হামলা, আধিপত্য বিস্তার এবং লাশের রাজনীতি ফিরিয়ে আনতে নানা রকম স্লোগান দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে কিছু গোষ্ঠী।

অবিলম্বে ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পাস প্রশাসনের নিকট অনুরোধও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাবি শাখার সভাপতি এস এম ফরহাদসহ বিভিন্ন শাখার নেতা উপস্থিত ছিলেন।

এমএইচএ/ইএ/এএসএম

Read Entire Article