ধর্ষণের শিকার নারীকে মারধর করে চুল কাটার অভিযোগ 

1 hour ago 1

গাইবান্ধার সাঘাটা উপজেলায় এক নারী উদ্যোক্তাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং পরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার উল্লা ভরতখালি বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযুক্ত আব্দুল আজিজ খোকন একই উপজেলার উল্যাবাজার গ্রামে বাসিন্দা বলে জানা গেছে।

নারী উদ্যোক্তার অভিযোগ, গত ৭ আগস্ট গাইবান্ধা শহরের ঘাঘট লেকের পাশে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে খোকন। এরপর বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে বিভিন্নভাবে তাকে ভয়ভীতি দেখানো শুরু করে। বিষয়টি কাউকে জানালে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন।

ভুক্তভোগী নারী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার ধর্ষণ করেছে আমাকে। পরে বিভিন্ন অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। মামলায় জামিন নিয়ে এসে হুমকি-ধমকি দেন তিনি। এর এক পর্যায়ে অভিযুক্ত খোকন আমাকে কৌশলে দোকানে ডেকে নিয়ে দোকান বন্ধ করে তার লোকজন দিয়ে মারধর করে ও মাথার চুল কেটে দেয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ভুক্তভোগীর স্বজন আমজাদ বলেন, এরকম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসঙ্গে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সাঘাটা থানার এসআই মো. উজ্জ্বল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত খোকনের দাবি এই নারীটি তার দোকান চুরি করতে গিয়েছিল। এখন পর্যন্ত ভুক্তভোগী নারীর কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 
 

Read Entire Article