ধর্ষণের শিকার হয়ে তরুণীর মৃত্যু, যুবক গ্রেফতার

1 month ago 19

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়েছে। ঘটনার পৌনে তিন মাস পর ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুয়া গ্রাম থেকে মাহফুজকে (২২) গ্রেফতার করা হয়। তিনি ভাঙ্গুড়ার হাফিজুলের ছেলে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস রিলিজে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে নিহত তরুণীর বাবা শফিকুল ইসলাম ভাঙ্গুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা করেন।

র‌্যাব জানায়, কলেজে পড়ার সময় ঘটনার মূলহোতা নীরবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ওই তরুণী। এরপর গোপনে তার আপত্তিকর কিছু ছবি ও ভিডিও ধারণ করে রাখেন নীরব। এসব ছবি ও ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে একাধিকবার দৈহিক সম্পর্কে বাধ্য করেন তিনি।

সবশেষ ৯ সেপ্টেম্বর ওই তরুণীকে কলেজ থেকে তুলে নিয়ে নীরব, মাহফুজ ও রমজান সংঘবদ্ধ ধর্ষণ করেন। তরুণীর চিৎকারে লোকজন জড়ো হলে তারা পালিয়ে যান। এসময় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ সেপ্টেম্বর মারা যান তিনি।

পাবনা র‌্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, এ ঘটনার ৩ নম্বর আসামিকে গ্রেফতার করে ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারে কাজ চলছে।

আলমগীর হোসাইন/জেডএইচ/এএসএম

Read Entire Article