নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকাশ এজেন্ট মালিকের টাকাভর্তি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ব্যাগে পৌনে তিন লাখ টাকা ও ফ্ল্যাক্সিলোডের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ছিল।
সোমবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে মিজমিজি দক্ষিণ পাড়া আমজাদ মার্কেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিকাশ এজেন্ট মালিক জামান জানান, আমজাদ মার্কেট সংলগ্ন কাসেম আলী মসজিদের পাশে ‘বিসমিল্লাহ টেলিকম’ নামে তার একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকানে তালা দেওয়ার সময় পেছন থেকে কেউ একজন আমাকে আঘাত করে হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আধা কিলোমিটার পর্যন্ত তার পিছু ধাওয়া করেও তাকে ধরতে পারিনি। পরে ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানাই।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক ইলিয়াস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ভুক্তভোগী ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন করি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ঘটনার পর পুলিশের একটি টিম পাঠিয়েছি। ছিনিয়ে নেওয়া ব্যাগে যে মোবাইলগুলো ছিল সেগুলো ট্র্যাকিং করে ছিনতাইকারীর অবস্থান নিশ্চিত হয়ে টাকা উদ্ধার ও তাকে আটক করার চেষ্টা চলছে।