ধাওয়াপাড়া–নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

1 month ago 12
রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুই ঘাটে অন্তত ৫০টিরও বেশি যানবাহন আটকা পড়ে আছে। সোমবার (১১ আগস্ট) সকাল থেকে পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এ রুটে নিম্নমানের মাত্র দুটি ফেরি চলাচল করে। এর মধ্যে ‘করবী’ ফেরিটি কিছুদিন আগে থেকেই স্রোতের কারণে বন্ধ রয়েছে এবং ঘাটে নোঙর করা আছে। অন্য ফেরি ‘ক্যামেলিয়া’ এতদিন চললেও আজ সকালে তীব্র স্রোতের কারণে মাঝনদী থেকে ফিরে আসে এবং তারপর থেকে আর ফেরি চলাচল সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা আজমুল মন্ডল বলেন, আজ সকালে ফেরি ক্যামেলিয়া গাড়ি নিয়ে ধাওয়াপাড়া থেকে ছেড়ে যায়, কিন্তু তীব্র স্রোতের কারণে মাঝনদী থেকে ফিরে আসে। এরপর থেকে আর ফেরি না থাকায় ঘাট বন্ধ হয়ে যায়। ধাওয়াপাড়া ফেরিঘাটের সহব্যবস্থাপক ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রবিউল ইসলাম বলেন, নদীর তীব্র স্রোতের কারণে রুটের দুটি ফেরি চলতে পারছে না। তবে আরিচা ঘাট থেকে ‘গৌরী’ নামে একটি ফেরি রওনা দিয়েছে, সেটি পৌঁছলে পুনরায় স্বাভাবিক চলাচল শুরু হতে পারে।
Read Entire Article