ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

জামালপুরের ইসলামপুরে ধানের ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে ইসলামপুর পৌরসভা মোশারফগঞ্জ গ্রামের ধানের ক্ষেত থেকে শিশুটাকে উদ্ধার করা হয়। ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  স্থানীয় সূত্রে জানা যায়, বারেক নামের এক কৃষক সকালে ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কানে ভেসে আসে নবজাতকের কান্নার শব্দ। তিনি দৌড়ে কাছে গিয়ে দেখেন, ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক মেয়ে শিশু কান্না করছে। ঘটনাটি জানাজানি হলে অনেকেই সেখানে ছুটে যান।  পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। মানবিকতার এমন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ইসলামপুর  থানার ওসি আতিকুর রহমান বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে গ্রামবাসী। পরে পুলিশ সদস্যের মাধ্যমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছেন।

ধান ক্ষেত থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না

জামালপুরের ইসলামপুরে ধানের ক্ষেত থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) সকালে ইসলামপুর পৌরসভা মোশারফগঞ্জ গ্রামের ধানের ক্ষেত থেকে শিশুটাকে উদ্ধার করা হয়।

ইসলামপুর থানার ওসি আ স ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, বারেক নামের এক কৃষক সকালে ধানের ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কানে ভেসে আসে নবজাতকের কান্নার শব্দ। তিনি দৌড়ে কাছে গিয়ে দেখেন, ধানের ক্ষেতের মাঝখানে, খোলা আকাশের নিচে এক ফুটফুটে নবজাতক মেয়ে শিশু কান্না করছে। ঘটনাটি জানাজানি হলে অনেকেই সেখানে ছুটে যান। 

পরে এলাকাবাসী দ্রুত তাকে প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। এখনো শিশুটির কোনো পরিচয় মেলেনি। মানবিকতার এমন হৃদয়বিদারক ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

ইসলামপুর  থানার ওসি আতিকুর রহমান বলেন, নবজাতক শিশুটিকে উদ্ধার করেছে গ্রামবাসী। পরে পুলিশ সদস্যের মাধ্যমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে। শিশুটি সুস্থ রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow