ধানক্ষেতে পানি দেওয়া নিয়ে বিতণ্ডা, প্রতিপক্ষকে কুপিয়ে হত্যা

22 hours ago 5

সাতক্ষীরায় ধানক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে আনারুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আনারুল ইসলাম ওই গ্রামের আমির আলীর ছেলে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক জানান, আনারুলের সঙ্গে বালুইগাছা পালপাড়ার লক্ষণ পালের সঙ্গে জমিতে পানি দেওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লক্ষণ পাল তার ছেলে জয় পাল মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এমএস

Read Entire Article