ধানমন্ডি বত্রিশে গরুর মাংস খাওয়ানোর উদ্যোগ

2 hours ago 5

রাজধানীর ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আনন্দে বিনামূল্যে গরুর মাংস খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ছাত্র-জনতা। ইতোমধ্যেই গরু আনা হয়েছে। 

সেখানে উপস্থিত একজন বলেন, গত ১৬ বছরে মানুষের মনে আনন্দ ছিল না। গুম, হত্যা, নির্যাতনের কারণে মানুষ ছিল ভীত সন্ত্রস্ত। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। সেই আনন্দে এ ভোজের আয়োজন করা হয়েছে।

এর আগে, রাজধানীর ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে ভূরিভোজ করার উদ্যোগ নেয় উৎসুক জনতা। সেখানে একটি কালচে ধরনের গরু বেঁধে রাখতে দেখা যায়। একটি কাগজে ‘কিলার হাসিনা’ লিখে গরুর গায়ে টেপ দিয়ে আটেকে দেওয়ার ছবি রয়েছে। এ সময় শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন উপস্থিত জনগণ।

গরুটি মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকদের একজন। বিকেলেই ধানমন্ডি বত্রিশে গরুটি জবাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

এই গরু দিয়ে কী বার্তা দিতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বার্তা এই দেশে আওয়ামী লীগের নামে কোনো কিছু থাকবে না। দেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই নেই।

উল্লেখ্য, ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন। আর রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর।

এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। ভারতে অবস্থানরত ফ্যাসিস্ট শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

Read Entire Article