ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় জয় বাংলা বলে গণপিটুনির শিকার হয়েছেন এক ব্যক্তি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি হঠাৎ এসে বলেন, এসব করার কী দরকার?
এরপর তিনি জয় বাংলা বলে স্লোগান দেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উত্তেজিত জনতা গণপিটুনি দিতে দিতে বাড়ির বাহিরে রাস্তায় নিয়ে যান। এসময় ছাত্রজনতা গণপিটুনি থেকে বাঁচিয়ে ওই ব্যক্তিকে রিকশায় করে অন্যত্র নিয়ে যান।
আরএএস/এএমএ/এএসএম