বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় করা মামলায় মো. আজিজুর রহমান (২৭) নামে এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। তিনি বলেন, আসামি একজন রিকশাচালক। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলার শিকার তিনি।
এর আগে আসামিকে গত ১৫ আগস্ট দুপুর অনুমান আড়াইটার সময় ধানমন্ডি মডেল থানার ৩২ নম্বর থেকে সাধারণ জনগণ আটক করে পুলিশে সোপর্দ করে।
কারাগারে পাঠানোর আবেদন সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন বাদী। এদিন আনুমানিক দুপুর আড়াইটার দিকে মিছিল নিয়ে নিউমার্কেট থেকে সায়েন্সল্যাবের দিকে যাওয়ার সময় বাদী ও অন্যান্য ছাত্র-জনতাদের ওপর আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশ বাহিনীর কিছু অতি উৎসাহী সদস্যরা নির্বিচারে গুলি চালায়। এসময় দৌড় দিলে বাদীর পিঠ দিয়ে গুলি প্রবেশ করে এবং বাদী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে যান।
পরবর্তীতে রাস্তায় পড়ে থাকার সময় বাদীর সঙ্গে মিছিলে অংশ গ্রহণকারী বন্ধুরা তাকে উদ্ধার করে রিকশাযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং দীর্ঘ প্রায় দুই মাস চিকিৎসাশেষে কিছুটা সুস্থ হয়ে উঠেন। তদন্তে সাক্ষ্য-প্রমাণে আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে।
এমআইএন/এমএএইচ/জেআইএম