ধানমন্ডিতে শহীদ ফারহান ফাইয়াজ সড়কের নামফলক উন্মোচন

3 months ago 12

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (১৭ মে) রাজধানীর ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর রোডে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া ফলকটি উন্মোচন করেন।

এসময় শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া ও তার শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

গত বছরের ১৮ জুলাই ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর রোডে রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝামাঝি স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া (ফারহান ফাইয়াজ) গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

শহীদ ফারহান ফাইয়াজের নামে নামকরণ করা সড়কের ফলক উন্মোচন অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব ছাত্র-জনতা শাহাদত বরণ করেছেন ফারহান ফাইয়াজ তাদের মধ্যে অন্যতম একজন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ধানমন্ডির পুরোনো ২৭ নম্বর সড়কটির নাম পরিবর্তন করে আজ শহীদ ফারহান ফাইয়াজের নামে নাম করা ফলক উন্মোচন করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা বৈষম্যবিরোধী একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে মহৎ উদ্দেশ্যে জীবন দিয়েছেন সে মহৎ উদ্দেশ্য যতদিন না বাস্তবায়ন হয় ততদিন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একমাত্র ছেলে শহীদ হওয়ায় আমার যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। ফাইয়াজের নামে এই সড়ক নামকরণ করায় আমি সরকার ও দক্ষিণ সিটি করপোরেশনকে ধন্যবাদ জানাচ্ছি। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে যারা ভূমিকা রেখেছেন পর্যায়ক্রমে তাদের সবাইকে স্মরণীয় করে রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এমএমএ/এমআইএইচএস/এমএস

Read Entire Article