ধানমন্ডিতে সিআরআইয়ের কোনো অফিস খুঁজে পাওয়া যায়নি: দুদক

1 day ago 4

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) কোনো অফিস ধানমন্ডিতে খুঁজে পাওয়া যায়নি। এমন তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রাজু আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডি ৬/এ -তে দুদকের এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

দুদকের সহকারী পরিচালক বলেন, রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতি সাধন করছে কি না সেটার যাচাই করার জন্য এসেছি। ধানমন্ডির কয়েক জায়গা ঘুরেও আমরা সিআরআইয়ের অফিস খুঁজে পাইনি।

তিনি আরও বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযানে আসছি। ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমরা সেটা জেনেছি। সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান। উনারা (সিআরআই) নন প্রফিট অরগানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যে নিয়মিত অভিযান করি সেটারই একটি অংশ আজকের অভিযান। অভিযোগে যতটুক তথ্য ছিল সেই তথ্য যাছাই করতে আজ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

এর আগে দুপুর ১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। সেখানে কিছু না পেয়ে ধানমন্ডি ৬/এ যায় ওই টিম। সেখানেও কোনো অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি দুদকের টিম।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় সম্প্রতি অভিযান চালাতে গিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব না পাওয়ার কথা জানায় দুদক।

গত ২৯ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, ধানমন্ডির ঠিকানায় গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এসএম/কেএসআর/এমএস

Read Entire Article