ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

5 hours ago 5

দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর জামালপুর বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে। সরকারি ছুটির বাইরে প্রতিদিন পাথর আমদানি হবে বলে জানিয়েছেন বন্দরের শুল্ক কর্মকর্তা।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টায় ভারত থেকে ২০টি পাথরবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। পরে বন্দর থেকে শুল্ক কর্মকর্তাদের তদারকিতে ট্রাকগুলো খালাস করা হয়।

ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

প্রতিটি ট্রাকে প্রথম দিনে ১২ মেট্রিক টন করে ২০টি ট্রাকে ২৪০ মেট্রিক টন পাথর এসেছে। দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে পাথর আমদানি শুরু হওয়ায় খুশির আমেজ বইছে বন্দরের ব্যবসায়ী, আমদানি-রপ্তানিকারক সমিতি ও শ্রমিকদের মধ্যে।

ধানুয়া কামালপুর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. পলাশ বলেন, পুনরায় পাথর আমদানি শুরু হওয়ায় আগের মতই প্রাণবন্ত হয়ে উঠবে বন্দরের কার্যক্রম। ফলে বেকার শ্রমিকরা পুনরায় কাজে ফিরবেন। ব্যবসায়ীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

আমদানি-রপ্তানিকারক সমিতির আরেক নেতা গোলাম রসুল সেতু জাগো নিউজকে জানান, ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানির অনুমোদন রয়েছে। তবে বন্দর দিয়ে শুধু পাথর রপ্তানি হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার পাথর আমদানি শুরু হয়েছে।

বন্দরের শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে বলেন, নানা জটিলতায় দীর্ঘদিন বন্ধ থাকার আবারও পাথর আসতে শুরু করেছে। আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআর/এমএস

Read Entire Article