‘ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে’
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির মনোনীত সম্ভ্যাব্য প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে। এতে আড়াইহাজারের জনগণের বিজয় হয়েছে। আসন্ন নির্বাচনে বাংলাদেশের মধ্যে আড়াইহাজারে ধানের শীষ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার মঞ্জুরুল ইসলাম স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আজাদ বলেন, ষড়যন্ত্র করে কেউ যদি অন্য কোনো স্বপ্ন দেখেন, তা বাস্তবায়ন হবে না। সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করবে।
তিনি বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমান দেশের মানুষের জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তেমনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের শান্তিকামী মানুষের জন্য লড়াই করেছেন। তারেক রহমানের ৩১ দফা করতে আমাদের কাজ করে যেতে হবে।
আড়াইহাজার উপজেলাকে ডাকাতমুক্ত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, এই উপজেলায় দুই-একটি ডাকাতের গ্রাম আছে। আমাদের দল জয়ী হয়ে সরকার গঠন করলে, এসব গ্রামের ডাকাতদের পুনর্বাসন করব। ডাকাতমুক্ত আড়াইহাজার গড়ে তুলব।

5 hours ago
8








English (US) ·