নাটোরের লালপুরে ধারালো অস্ত্রের মুখে হাবিল প্রামাণিক (৩৮) নামে এক যুবকের মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ জুন) রাত পৌনে ৮টার দিকে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের দেলুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাবিল নান্দ গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলুয়া মোড় থেকে নান্দ গ্রামে যাচ্ছিলেন হাবিল। পথিমধ্যে মাঠের ভেতরে একটি ব্রিজের কাছে পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার পথরোধ করে। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। অস্ত্রের ভয় দেখিয়ে তারা হাবিলকে জিম্মি করে তার কালো রঙের ৮০ সিসি রেজিস্ট্রেশনবিহীন হোন্ডা মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত দেলুয়ার দিকে পালিয়ে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
রেজাউল করিম রেজা/জেডএইচ/এএসএম

 4 months ago
                        18
                        4 months ago
                        18
                    








 English (US)  ·
                        English (US)  ·