ধুরন্ধরের গান ‘শরারত’-এ তামান্না ভাটিয়া কেন থাকেননি?
আদিত্য ধরের পরিচালনায় নির্মিত স্পাই-অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। শক্তিশালী গল্প ও অভিনয়ের পাশাপাশি ছবির সংগীতও দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে গান ‘শরারত’ বেশ আলোচনায় রয়েছে। গানটির কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি এই গানে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে কাস্ট করতে চেয়েছিলেন। তবে পরিচালক আদিত্য ধর সেই প্রস্তাব নাকচ করেন। ফিল্মিজ্ঞানকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় গাঙ্গুলি বলেন, তার কল্পনায় শুরু থেকেই তামান্নাই ছিলেন এই গানের জন্য উপযুক্ত পছন্দ। তিনি তামান্নার নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু আদিত্য ধর স্পষ্ট করে জানান, তিনি এমন কোনো গান চান না যেটিকে ‘আইটেম সং’ বলা যায় বা যা গল্পের ধারার বাইরে চলে যায়। গাঙ্গুলির ভাষায়, যদি গানটি শুধু একজন অভিনেত্রীকে ঘিরে হতো, তাহলে দর্শকের মনোযোগ গল্প থেকে সরে গিয়ে সেই চরিত্রের দিকেই চলে যেত। এ কারণেই গানে একজন নয়, দুজন অভিনেত্রী—আয়েশা খান ও ক্রিস্টেল ডি’সুজাকে রাখা হয়েছে। তামান্নাকে নিলে পুরো মনোযোগ তার দিকেই চলে যেত, গল্পটি তখন পেছনে পড়ে যেত বলেই মনে করেন পরিচালক। এদিকে বক্
আদিত্য ধরের পরিচালনায় নির্মিত স্পাই-অ্যাকশন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। শক্তিশালী গল্প ও অভিনয়ের পাশাপাশি ছবির সংগীতও দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছে। বিশেষ করে গান ‘শরারত’ বেশ আলোচনায় রয়েছে।
গানটির কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তিনি এই গানে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে কাস্ট করতে চেয়েছিলেন। তবে পরিচালক আদিত্য ধর সেই প্রস্তাব নাকচ করেন।
ফিল্মিজ্ঞানকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় গাঙ্গুলি বলেন, তার কল্পনায় শুরু থেকেই তামান্নাই ছিলেন এই গানের জন্য উপযুক্ত পছন্দ। তিনি তামান্নার নাম প্রস্তাব করেছিলেন, কিন্তু আদিত্য ধর স্পষ্ট করে জানান, তিনি এমন কোনো গান চান না যেটিকে ‘আইটেম সং’ বলা যায় বা যা গল্পের ধারার বাইরে চলে যায়।
গাঙ্গুলির ভাষায়, যদি গানটি শুধু একজন অভিনেত্রীকে ঘিরে হতো, তাহলে দর্শকের মনোযোগ গল্প থেকে সরে গিয়ে সেই চরিত্রের দিকেই চলে যেত। এ কারণেই গানে একজন নয়, দুজন অভিনেত্রী—আয়েশা খান ও ক্রিস্টেল ডি’সুজাকে রাখা হয়েছে। তামান্নাকে নিলে পুরো মনোযোগ তার দিকেই চলে যেত, গল্পটি তখন পেছনে পড়ে যেত বলেই মনে করেন পরিচালক।
এদিকে বক্স অফিসে ধুরন্ধরের দাপট অব্যাহত রয়েছে। হলিউডের বড় বাজেটের ছবি মুক্তি পেলেও আদিত্য ধরের এই ছবি আয় কমার কোনো লক্ষণ দেখাচ্ছে না। এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫১৬.৫ কোটি রুপি।
ধুরন্ধর ইতোমধ্যে ভারতে দ্বিতীয় দ্রুততম ছবি হিসেবে ৫০০ কোটি রুপি আয় করার কৃতিত্ব অর্জন করেছে। মাত্র ১৬ দিনে এই মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। এর আগে সবচেয়ে দ্রুত এই রেকর্ড গড়েছিল ‘পুষ্পা ২’, যা ১১ দিনে ৫০০ কোটি অতিক্রম করেছিল। হিন্দি ছবির মধ্যে ‘ধুরন্ধর’ এখন দ্রুততম ৫০০ কোটির ক্লাবে প্রবেশকারী ছবি, যা ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙেছে।
ছবির গল্প আবর্তিত হয়েছে এক ভারতীয় গুপ্তচর হামজাকে কেন্দ্র করে, যিনি করাচির অপরাধ জগতে গোপনে প্রবেশ করে আইএসআইয়ের ভয়ংকর পরিকল্পনা নস্যাৎ করার চেষ্টা করেন। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় খন্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদি ও আর মাধবন।
সব মিলিয়ে গল্প, অভিনয়, সংগীত ও বাণিজ্যিক সাফল্য—সব দিক থেকেই ধুরন্ধর এখন বলিউডের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি।
What's Your Reaction?