ধেঁয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি 

5 days ago 15

ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয়। এটি দেশের ২৪ থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে সক্রিয় থাকবে।

সোমবার (২০ অক্টোবর) সকালে আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে আঁখি।

সকালে এক ফেসবুক বার্তায় সংস্থাটি জানায়, ধেঁয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

আঁখি একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়। যা দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটতে পারে। এর সম্ভাব্য সময়সূচি ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ শে অক্টোবর পর্যন্ত। সবাইকে সতর্ক থাকার জন্য এ বার্তায় বলা হয়।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর  জানিয়েছে দুপুরের মধ্যে দেশের ৬ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা পূর্বাভাসে বলা হয়—বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

Read Entire Article