ধেয়ে আসছে টাইফুন ‘শানশান’, সতর্কতা জারি

1 month ago 27

জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো বাতাস নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন শানশান। ফলে বুধবার (২৮ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতিতে টয়োটামোটর তাদের অভ্যন্তরীণ কারখানার কার্যক্রম বন্ধ রেখেছে।

টাইফুনটি শক্তিশালী অবস্থায় থাকার কারণে এয়ারলাইনস ও রেইল অপারেটরা কিছু সেবা আগামী কয়েক দিনের জন্য বাতিল করেছে।

আরও পড়ুন>

জাপান আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, ঝোড়ো বাতাস, উচ্চ ঢেউ ও জোয়ারের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

শানশান আগামী কয়েক দিনের মধ্যে জাপানের দক্ষিণ-পশ্চিম কিউশু দ্বীপে আঘাত হানবে ও সপ্তাহের শেষের দিকে রাজধানী টোকিওসহ মধ্য ও পূর্বাঞ্চলের কাছে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্তৃপক্ষ কিউশুর কাগোশিমা প্রিফেকচার ও সেন্ট্রাল আইচি এবং শিজুওকা প্রিফেকচারের আট লাখের বেশি বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দিয়েছে।

সাম্প্রতিক সময়ে জাপানে আঘাত হানা টাইফুনগুলোর মধ্যে শানশান অন্যতম। গত সপ্তাহে দেশটিতে আঘাত হেনেছিল আমপিল।

সূত্র: রয়টার্স

এমএসএম

Read Entire Article