জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমাদের এখন একটি টেস্ট ম্যাচের মধ্য দিয়ে যেতে হবে। ধৈর্যের মধ্য দিয়ে বাংলাদেশের ৫৩ বছরের অসমাপ্ত কাজগুলো সম্পাদন করতে হবে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক থেকে বের হয়ে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আজকের বৈঠকে মানুষের মুক্তির আকাঙ্ক্ষায় সবাই একমত হয়েছেন। প্রধান উপদেষ্টা এও বলেছেন যে— জুলাই চার্টারের মধ্যদিয়ে পরবর্তীতে আসা রাজনৈতিক দলগুলো একটি বাধ্যবাধকতার মধ্যে থাকবে, যেন তারা শেষ দিন পর্যন্ত সংস্কার কাজ চালিয়ে যায়।
- আরও পড়ুন
- দ্রুত জাতীয় নির্বাচন চান ফখরুল
- আমরা ব্যর্থ হতে চাই না: প্রধান উপদেষ্টা
- সংস্কারের প্রস্তাবে সবার একমত হওয়া জরুরি: ড. ইউনূস
তিনি বলেন, একটা নতুন সংবিধানের মাধ্যমে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব। কারণ বাহাত্তরের সংবিধানের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র অসম্ভব। এ সংবিধানের মাধ্যমে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছে। আমরা আমাদের নতুন সংবিধানের জন্য লড়াই শুরু করেছি। এ দেশ থেকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছি, আর নতুন ফ্যাসিবাদ যেন আসতে না পারে তার জন্যই প্রয়োজন নতুন সংবিধান।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক আরও বলেন, ইন্টারন্যাশনাল কমিউনিটি ইতোমধ্যে আওয়ামী লীগের বিষয়ে বক্তব্য দিয়েছে। তা ছাড়া জাতিসংঘের প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। ড. ইউনূস বলেছেন যে আমাদের আন্তর্জাতিক সাপোর্ট রয়েছে, এখন আমাদের রাজনৈতিক দলগুলোর সাপোর্ট উনি কামনা করেছেন।
এনএস/বিএ