নওগাঁ জেলা প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে ডেইলি ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি নাছিমুল হক বুলবুলকে আহ্বায়ক এবং এনটিভির স্টাফ রিপোর্টার আসাদুর রহমান জয়কে সদস্যসচিব করা হয়েছে।
নির্বাচিত সদস্যরা হলেন মাইটিভির জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক, একুশে টিভির জেলা প্রতিনিধি এম আর ইসলাম রতন এবং ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি একে সাজু ।
নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি নওগাঁ জেলার প্রেসক্লাবে বিভিন্ন অনিয়মসহ বিতর্কিত কার্যক্রম সংঘটিত হওয়ার কারণে সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে। পেশাদার কিছু সাংবাদিক প্রেস ক্লাবের বাইরে থেকে তাদের পেশাগত দায়িত্ব পালন করছেন। এ নিয়ে প্রশাসনসহ সর্বমহলে অসন্তোষ রয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে প্রেসক্লাবের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আরমান হোসেন রুমন/এসআর/জেআইএম