নওগাঁয় এসে প্রেমিককে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

2 months ago 6

নওগাঁর বদলগাছীতে এসে প্রেমিককে বিয়ে করেছেন মালয়েশিয়ান তরুণী নাজিয়া বিনতে শাহরুল হিজাম (২৪)। শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বিলাশবাড়ি গ্রামে জাকজমকমভাবে এ বিয়ে সম্পন্ন হয়।

বরের নাম জামিল হোসেন (২৪)। তিনি উপজেলার বিলাশবাড়ি গ্রামের কালাম হোসেনের ছেলে। মালয়েশিয়া থাকাকালে তিন বছর আগে নাজিয়া বিনতে শাহরুল হিজামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৩০ জুন তারা বাংলাদেশে আসেন। পরে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।

নওগাঁয় এসে প্রেমিককে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

জামিল হোসেন বলেন, ‘২০১৭ সালের শেষের দিকে মালয়েশিয়ায় যাই। পামের একটি শপিংমলে নাজিয়ার সঙ্গে পরিচয় হয়। পরিচয় থেকে সেটি প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে নাজিয়া তার পরিবারকে জামিলের সম্পর্কে জানান। প্রথমে তারা রাজি না থাকলেও পরিবারের সম্মতিতে মালয়েশিয়ায় আমাদের বিয়ে হয়। এরপর বাংলাদেশে এসে আজ ইসলামি শরিয়ত মোতাবেক আমাদের আবার বিয়ে হয়।’

নাজিয়া বিনতে শাহরুল হিজাম বলেন, ‘জামিলকে অনেক বেশি ভালোবাসি। বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। জামিলের পরিবারের সদস্যরা মেয়ের মতো গ্রহণ করেছেন। এলাকার মানুষের সঙ্গে মিশতে পেরে ভালো লাগছে।’

নওগাঁয় এসে প্রেমিককে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

জামিলের মা হালিমা খাতুন বলেন, ‘উভয়পক্ষের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়েছে। ছেলের বউ খুব পছন্দ হয়েছে। বাড়িতে আসার পর থেকে সবার সঙ্গে মিলেমিশে চলছে। বিভিন্ন কাজে সহযোগিতা করছে। তাকে দেখতে বাড়িতে ছুটে আসছেন মানুষরা। এলাকার মানুষরাও প্রশংসা করছে।’

আরমান হোসেন রুমন/আরএইচ/এএসএম

Read Entire Article