অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্র ও সমাজবিরোধী আগ্রাসন প্রতিরোধে নওগাঁয় জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কোমাইগাড়ী এলাকার নওগাঁ পিপলস সিটির হলরুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর আহ্বায়ক খন্দকার রেজাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সদস্য সচিব কাজী মহিউদ্দীন আলমগীর, এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রহিম, সাম্প্রদায়িক ছাত্র যুব জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক এমরুল আখিয়ার পরাগ, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ও যুগ্ম সদস্য সচিব আহসান হাবীব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, ইসলামী ছাত্রশিবির নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি ডি.এম নওফেলসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পরও দেশে আগ্রাসন বন্ধ হয়নি। বিভিন্ন দলীয় পরিচয়ে অনেকেই দেশের জনগণের ওপর আগ্রাসন চালাচ্ছেন। দলমতের ঊর্ধ্বে গিয়ে এই আগ্রাসন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভারতীয় অপশক্তির সকল শেকড় উপড়ে ফেলা হবে। হাজারো ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে কলুষিত করতে যারা চেষ্টা করবে তাদেরকে রুখে দেবে জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ। জুলাই বিপ্লব বেহাতের অপচেষ্টাকারীদের ছাড় দেওয়া হবে না।
জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সদস্য সচিব কাজী মহিউদ্দিন আলমগীর বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাষ্ট্রীয় সকল আগ্রাসন প্রতিরোধে দেশ রক্ষায় কাজ করা হবে। এখানে রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও দেশ রক্ষার মূল লক্ষ্য নিয়ে সবাই এক মঞ্চে একত্রিত হয়েছে। দেশের স্বার্থে দেশবিরোধী সকল ইস্যুতে আগামীতে প্রতিরোধ গড়ে তুলতে সরব থাকবে জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ।
শনিবার (১৪ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের যৌথ মতামতের ভিত্তিতে খন্দকার রেজাউর রহমানকে আহ্বায়ক ও কাজী মহিউদ্দিন আলমগীরকে সদস্য সচিব করে ‘জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ, নওগাঁ’ নামে ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
আরমান হোসেন রুমন/এফএ/জেআইএম