নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০ হাজার নেতাকর্মী 

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১৫০টি বাস ভাড়া করেছে নওগাঁ জেলা বিএনপি।   এই ১৫০টি বাসের মধ্যে সদর উপজেলা থেকেই ছেড়ে যাবে ২৫টি বাস। এছাড়া জেলার বাকি ১০টি উপজেলা ও দুটি পৌরসভা থেকে আরও ১২৫টি বাস সেদিন ঢাকায় যাবে।  নওগাঁ জেলা বিএনপির সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের যাওয়ার জন্য প্রস্তুত থাকবে ২৫টি বাস। এছাড়া উপজেলার বাসগুলো পৌরসভা ও ইউনিয়ন ভেদে নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশে রওনা হবে।  এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, আগামী ২৫ তারিখে তারেক রহমান দেশের মাটি পা রাখবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মনে আনন্দের জোয়ার বইছে। তাই দেশের ৩১ দফার রূপকার তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত নওগাঁ জেলা বিএনপির। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা থেকে ১৫০ বাস প্রস্তুত। এছাড়া ট্রেনসহ অন্যান্য যানবাহনে নওগাঁ জেল

নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০ হাজার নেতাকর্মী 

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১৫০টি বাস ভাড়া করেছে নওগাঁ জেলা বিএনপি।  

এই ১৫০টি বাসের মধ্যে সদর উপজেলা থেকেই ছেড়ে যাবে ২৫টি বাস। এছাড়া জেলার বাকি ১০টি উপজেলা ও দুটি পৌরসভা থেকে আরও ১২৫টি বাস সেদিন ঢাকায় যাবে। 

নওগাঁ জেলা বিএনপির সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের যাওয়ার জন্য প্রস্তুত থাকবে ২৫টি বাস। এছাড়া উপজেলার বাসগুলো পৌরসভা ও ইউনিয়ন ভেদে নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশে রওনা হবে। 

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, আগামী ২৫ তারিখে তারেক রহমান দেশের মাটি পা রাখবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মনে আনন্দের জোয়ার বইছে। তাই দেশের ৩১ দফার রূপকার তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত নওগাঁ জেলা বিএনপির। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা থেকে ১৫০ বাস প্রস্তুত। এছাড়া ট্রেনসহ অন্যান্য যানবাহনে নওগাঁ জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী স্বাগত জানাতে প্রস্তুত।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে নওগাঁ জেলা বিএনপি অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা কোচসহ বাস ভাড়া করা হয়েছে। প্রতিটি বাসে ৬০-৬৫ জন করে যেতে পারবে। এখন পর্যন্ত আমাদের ধারণা অনুযায়ী কয়েক হাজার নেতাকর্মী নওগাঁ থেকে ঢাকায় যাবে।

তিনি আরও বলেন, নওগাঁর মানুষ তারেক রহমানকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আছে। সকল নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে কাউকে সন্দেহভাজন মনে হলে যেন তার নাম ঠিকানা লিখে রাখে এবং তার দিকে সজাগ দৃষ্টি রাখে। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow