নওগাঁয় সোনা ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণালংকার-টাকা লুট

2 hours ago 5

নওগাঁর আত্রাইয়ে এক সোনা ব্যবসায়ীকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ডাকাতরা তার কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি রুপার অলংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতদলের রডের আঘাতে তিনি গুরুতর আহত হয়েছেন।

আহত সোনা ব্যবসায়ী হলেন নান্টু প্রামাণিক (৪০)। তার বাড়ি আত্রাই উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগী ব্যবসায়ীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, নান্টু প্রামাণিক দীর্ঘদিন ধরে আত্রাই উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় সোনার ব্যবসা পরিচালনা করে আসছেন। তার ব্যবসাপ্রতিষ্ঠানের নাম ‘রিংকু জুয়েলার্স’। প্রতিদিন দোকানে বেচাকেনা ও স্বর্ণালঙ্কারের কাজ শেষ করে দোকানের মজুত স্বর্ণালংকার ও টাকা-পয়সা নিজ বাড়িতে নিয়ে যান। সোমবার রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধার সেতুর কাছে পৌঁছালে ওত পেতে থাকা ডাকাতদল তার মাথায় পেছন রড দিয়ে আঘাত করে। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।

তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যপুরি আঘাত করে তার ব্যাগে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি রুপার অলংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংবাদ পেয়ে রাতেই নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই খোদা, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। এজাহার পাওয়ার পর বলা যাবে কী পরিমাণ মালামাল ও টাকা লুট হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

আরমান হোসেন রুমন/এসআর/এএসএম

Read Entire Article