ঢাকা মেট্রো আর রংপুর বিভাগের নকআউট খেলা নিশ্চিত হয়ে গিয়েছিল দুই রাউন্ড আগেই। কারণ ঢাকা মেট্রো আর রংপুর বিভাগই দুটি মাত্র দল যারা টানা ৫ ম্যাচ জিতে নকআউট পর্ব খেলা নিশ্চিত করে ফেলেছিল।
শেষ দুই ম্যাচ হারলেও ওই দুই দলের নকঅঅউট পর্বে খেলা নিয়ে কোনই সংশয় ছিল না। এর মধ্যে গতকাল বুধবার ষষ্ঠ রাউন্ডে রংপুরকে হারিয়ে ঢাকা এককভাবে পয়েন্ট টেবিলে সবার ওপরে চলে গিয়েছিল।
আজ বৃহস্পতিবার সপ্তম ও রবিন লিগের শেষ পর্বে চট্টগ্রামকে ১৭ রানে হারিয়ে সব ম্যাচ জিতে (৭ খেলায় ১৪ পয়েন্ট নিয়ে) সবার ওপরে থেকেই নকআউট পর্বে কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছে নাইম শেখের ঢাকা।
এদিকে আজ শেষ ম্যাচে খুলনার কাছে ৩৪ রানে হারের পরও অবস্থার পরিবর্তন ঘটেনি রংপুর বিভাগের। ৭ খেলায় ৫ জয়ের বিপরীতে ২ পরাজয়ে আকবর আলীর দলে পয়েন্ট ১০। যা তাদের শেষ ম্যাচে হারানো খুলনার (৭ খেলায় ৪ জয় আর ৩ পরাজয়ে ৮ পয়েন্ট) চেয়ে ২ পয়েন্ট বেশি। তাই পয়েন্ট টেবিলের প্রথম ২ দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে রংপুর।
এদিকে আজ শেষ দিন খেলা মাঠে গড়ানোর আগে পর্যন্ত দেখার বিষয় ছিল, পরের ২ দল হিসেবে নকআউট পর্বে খেলে কারা। আজ শেষ খেলায় রংপুরকে ৩৪ রানে হারিয়ে তৃতীয় হয়েছে খুলনা বিভাগ। আর ঢাকা মেট্রোর কাছে শেষ ম্যাচে ১৭ রানে হারলেও নেট রানরেটে চতুর্থ হয়ে এলিমিনেটর পর্বে পা রেখেছে চট্টগ্রাম বিভাগ।
৭ খেলায় সমান ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেলেও নেট রান রেটে চট্টগ্রামের (০.২২০) চেয়ে পিছিয়ে থাকায় পঞ্চম হয়েছে ঢাকা বিভাগ (-০.৫৫২)। এলিমিনেটর পর্বে খুলনার দেখা হবে চট্টগ্রামের সাথে।
আগামী পরশু ২১ ডিসেম্বর সকাল ও দুপুরে কোয়ালিফায়ার-১ এবং এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। শনিবার সকাল সাড়ে ৯টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটর পর্বে মুখোমুখি চট্টগ্রাম আর খুলনা। একই দিন দুপুর দেড়টায় কোয়ালিফায়ার-১ ম্যাচে মোকাবিলা হবে ঢাকা মেট্রো ও রংপুরের।
অন্যদিকে ৭ খেলায় সমান ২টি করে ম্যাচ জিতে ৪ পয়েন্ট করে পেয়ে যৌথভাবে শেষ ৩ দল হিসেবে এবারের এনসিএল টি-টোয়েন্টি আসর শেষ করেছে রাজশাহী, সিলেট ও বরিশাল।
এআরবি/এমএমআর/এএসএম