নখ টিকিয়ে রাখার টিপস
কেবল নখের সেবা গ্রহণের জন্য কেউ কেউ বিউটি পারলারে নিয়মিত হাজিরা দেন। আবার কেউ কেউ বাসাতেই কাজটি সেরে নেন নিজের মতো। কাজটি যেখানেই সম্পন্ন হোক, সবাই চায় এর স্থায়িত্ব। যারা বাসায় নখের মেনিকিউর করতে চান, তারা প্রথম থেকে শেষ- পুরোটাতেই সচেতন থাকুন। ভালোভাবে প্রক্রিয়া বুঝে তবেই শুরু করলে সহজ হবে... নখে পলিশ থাকুক বা না থাকুক, নেইল রিমুভার ব্যবহার করে নিলে ভালো। তাহলে নেইল সারফেসে তেল বা ময়লা থাকলে পরিষ্কার হবে। আর নখের চারপাশ পরিষ্কার করার জন্য কাঠের চিকন কিউটিকল পুশার ব্যবহার করা যেতে পারে। নখ নিয়মিত কাটতে হবে। এখন অবশ্য বিভিন্ন শেপে নখ-নকশার চল বেড়েছে। বিশেষজ্ঞ মতানুযায়ী নখ