মোবাইল ব্যাংকিংসেবা প্রতিষ্ঠান নগদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)
রোববার (১ জুন) এই অভিযান পরিচালনা করার কথা জানান দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।
পরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, অভিযান পরিচালনাকালে দুদক টিম নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে। নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়ে প্রাপ্ত প্রাথমিক সত্যতার আলোকে অধিকতর তদন্ত করতে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা আতিক মোর্শেদ ও তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
তিনি আরও বলেন, ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তিসাপেক্ষে বিশ্লেষণপূর্বক টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
এসএম/ইএ/জিকেএস