‘নগদে ঘুস’ নেওয়া চসিকের সেই হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

1 month ago 31

ঘুস গ্রহণের ভিডিও ভাইরাল হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মকর্তা মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) এক আদেশে তাকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি জানান, ঘুস গ্রহণের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাসুদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এছাড়া, অভিযোগের বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনকে আহ্বায়ক, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যাকে সদস্য এবং জনসংযোগ ও প্রটোকল অফিসার আজিজ আহমদকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে চসিক সচিব বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ঘটনার বিস্তারিত জানতে পড়ুন: ঠিকাদারকে চেক দিয়েই ‘নগদে ঘুস’ নেন চসিক হিসাবরক্ষক!

এএজেড/এমএইচআর

Read Entire Article