নগর বনায়নে ডিএনসিসির সঙ্গে কাজ করবে বন অধিদপ্তর

3 months ago 67

রাজধানীর পরিবেশ উন্নয়ন ও সবুজায়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বন অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

রোববার (১ জুন) আগারগাঁও বন ভবনে এ চুক্তি সই হয়। এতে প্রথম পক্ষ হিসেবে সই করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। দ্বিতীয় পক্ষ হিসেবে সই করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্গত সড়ক বিভাজক (মিডিয়ান), ফুটপাত, খাল ও জলাশয়ের পাড় এবং অন্যান্য বনায়নযোগ্য স্থানে যৌথ উদ্যোগে নগর বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এই উদ্যোগের মূল লক্ষ্য নগরের বায়ু, পানি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, তাপমাত্রা হ্রাস, ল্যান্ডস্কেপ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তোলা।

বনায়নের জন্য নির্ধারিত জায়গা ডিএনসিসি দখল ও আবর্জনামুক্ত করে উপযোগী করে দেবে, যেখানে বন অধিদপ্তর গাছ ও ঘাস জাতীয় উদ্ভিদ রোপণ করবে। চারা রোপণের তিন মাস পর্যন্ত বন অধিদপ্তর তদারকি করবে। এরপর বাগান রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে ডিএনসিসি।

প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ নগর গঠনে এই সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের সূচনা করেছে। বনায়ন কার্যক্রম বাস্তবায়নে উভয় পক্ষ স্থানীয় কমিউনিটি, বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে বেসরকারি সংস্থার সহায়তা নিতে পারবে। বাগান সুরক্ষায় প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষয়ক্ষতির বিষয়েও যৌথ পদক্ষেপ নেওয়া হবে।

আরএএস/কেএসআর/জিকেএস

Read Entire Article